১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

চুয়াডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

আপডেট: নভেম্বর ১১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এতে অংশগ্রহণ করেন জেলার ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের সভাকক্ষে ‘গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পুলিশ বাহিনীর কর্মকর্তাগণ এবং জেলা রিসোর্স টিমের (ডিআরটি) সদস্যবৃন্দ। প্রশিক্ষণ কার্যক্রমের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার চুয়াডাঙ্গার উপ-পরিচালক শারমিন আক্তার।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network