আপডেট: নভেম্বর ১১, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
জীবননগরের সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের পাশে একতারপুর বাওড়ের কোল ঘেঁষে গড়ে তোলা ইকোপার্ক ’নীলাম্বরী ভিউ পয়েন্ট’-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে ইকোপার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
ইকোপার্ক উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘আমরা এখানে ছোট্ট একটা ইকোপার্ক করেছি। পর্যায়ক্রমে এর উন্নয়ন কাজ চলমান থাকবে। এটিকে দর্শনার্থীদের আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলার আমাদের চিন্তা আছে। আমার বিশ্বাস এলাকাবাসী যখন এখানে ঘুরতে আসবে অবশ্যই উপভোগ করবে।’
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

