১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

উজিরপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

আপডেট: নভেম্বর ১৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গুঠিয়া বাজারের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন হাওলাদার জানান, রাত ১২টার দিকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, ঘটনার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়।এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ী ও নৈশ প্রহরীরা আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি জানান, অগ্নিসংযোগে বিএনপির অফিসের বেশ কিছু চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাব পুড়ে গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network