আপডেট: ডিসেম্বর ১, ২০২৫
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। শনিবার (২৯শে নভেম্বর) বিকালে তিনি এ জেলার ৩০তম পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। রবিবার সকালে নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন জেলা পুলিশের একটি চৌকস দল।
গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি পুলিশ অফিস ও পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সকে জনগণের কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীরসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পূর্বে মোহাম্মদ মনিরুল ইসলাম অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সাতক্ষীরা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। মাদক ও অনলাইন জুয়ামুক্ত চুয়াডাঙ্গা গড়তে তিনি কার্যকরী ভূমিকা রাখবেন বলে জেলাবাসী অত্যন্ত আশাবাদী।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

