আপডেট: ডিসেম্বর ২, ২০২৫
অনলাইন ডেস্ক:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাতআংগারিয়া ভাসানীপাড়া গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।শনিবার (২ ডিসেম্বর) দুপুরে স্থানীয় বলদিয়া বাজারের সাপুড়ে মোজাহারের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় কয়েকজন কৃষক সকাল থেকে জমিতে কাজ করছিলেন। তাদের চোখে পড়ে অজগর সাপটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সার্কেল এএসপি মামুন মুন। তিনি স্থানীয়দের সাপটির ক্ষতি না করার আহ্বান জানান। পরে নিরাপদে সাপটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

