আপডেট: ডিসেম্বর ২, ২০২৫
বাগেরহাট প্রতিনিধি:: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনায় মোংলা ও বাগেরহাট শহরে কোরআন খতম, দোয়া মাহফিল ও তার জানের সদকা হিসেবে ১২টি এতিমখানায় শিক্ষার্থীদের জন্য ১২টি ছাগল বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এসব ছাগল বিতরণ করেন।
এছাড়া মঙ্গলবার (২ডিসেম্বর) সকালে মোংলা উপজেলার মিঠাখালীতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এবং বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুল সংখক মানুষ অংশ নেন।

