৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

জীবননগর থানার নতুন ওসি সোলায়মান শেখ

আপডেট: ডিসেম্বর ২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

জীবননগর থানার নতুন ওসি সোলায়মান শেখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়নের জন্য লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি করে এই ওসিদের নির্বাচন করা হয়। ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করেই এই লটারি অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার জীবননগর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করবেন সোলায়মান শেখ। রাজবাড়ী জেলার বাসিন্দা সোলায়মান শেখ বর্তমানে কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারাদেশে মোট ৬৩৯টি থানা রয়েছে। জেলা পর্যায়ে রয়েছে ৫২৭টি থানা। এছাড়া বিভিন্ন মহানগর পুলিশের আওতাধীন এলাকায় আছে ১১২টি থানা। লটারিতে মহানগর এলাকার কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি। ৫২৭ জন ওসির মধ্যে ঢাকা রেঞ্জে ৯৮ জন, চট্টগ্রাম রেঞ্জে ১১১ জন, খুলনা রেঞ্জে ৬৪ জন, ময়মনসিংহ রেঞ্জে ৩৬ জন, বরিশাল রেঞ্জে ৪৬ জন, সিলেট রেঞ্জে ৩৯ জন, রাজশাহী রেঞ্জে ৭১ জন এবং রংপুর রেঞ্জে ৬২ জন ওসি পদায়ন করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network