আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬
বাবুগঞ্জ প্রতিনিধি:বাবুগঞ্জ খানপুরা আলিম মাদ্রাসা বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৯ জানুয়ারী মাদ্রাসার মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ আ.জ.ম সামসুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আসমা উল হুসনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়দা আক্তার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। তিনি আরো বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু তাদের মানসিক বিকাশের জন্য নয় বরং তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়া শক্তি এবং নিজেকে আরো সামনে এগিয়ে নেওয়ার যাওয়ার শক্তি বাড়ায়। তাই আমাদের প্রত্যাশা এই অনুষ্ঠানের প্রভাব তাদের ব্যক্তি জীবনে উন্নয়নের পাশাপাশি সামাজিক জীবনে এর প্রভাব প্রতিফলিত হোক।
অনুষ্ঠানে প্রভাষক মাসুদ বিল্লাহ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা মোঃ জাকির হোসেন, সহকারী অধ্যাপক কেএম জিয়াউল হক, সহকারী অধ্যাপক নাসরিন জাহান পাপরী, সহকারী অধ্যাপক কাওসার জাহান রিমা, প্রভাষক জাহিদ হোসেন, প্রভাষক রিয়াজুল ইসলাম, মোঃ নিজাম উদ্দিন।

