৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
বাকেরগঞ্জে হ্যাঁ ভোট সমর্থক গোষ্ঠীর গণভোট প্রচারণায় ব্যাপক সাড়া গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শনে ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত খাগড়াছড়িতে ‘জনগণের মুখোমুখি’ নাগরিকের প্রশ্নে উন্নয়ন-প্রতিশ্রুতিতে মুখর ১০ প্রার্থী ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করব: আনিসুর রহমান আনিস খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনি মহিলা সমাবেশ: দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান ইসলামী মূল্যবোধের সমাজ গঠনেই মিলবে মুক্তি: মাওলানা আবদুল জব্বার জীবননগর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেয়ারডিল উদ্ধার পদোন্নতি পেলেন শেবাচিমের কার্ডিওলজিস্ট ডা. আফজাল হোসেন হারার ভয়ে মানুষ হ‘ত্যা ও আতঙ্ক সৃষ্টি করছে একটি দল : -শফিকুল ইসলাম মাসুদ

খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনি মহিলা সমাবেশ: দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান

আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে নির্বাচনি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ এয়াকুব আলী।

জেলা সহকারী সেক্রেটারি বিবি ছায়েরা’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী, এনসিপি নেতা মঞ্জিলা ঝুমা, লিসা মনি প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে। নারী সমাজের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

সমাবেশে বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নারী ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় সমাবেশে ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নারী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network