আপডেট: জানুয়ারি ২৯, ২০২৬
নাজমুল হক মুন্না:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃত রানা সরদার (৩৫) দক্ষিণ ধামুরা গ্রামের বাসিন্দা আবু বক্কর সরদারের পুত্র। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত।সেনাবাহিনী সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি দল উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দুর্গাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, রানা সরদারের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট ১৩টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
আটকের সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তার হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, রানা সরদারের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

