আপডেট: জানুয়ারি ২৯, ২০২৬
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার পেয়ারাতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে বিজিবি। গুড়ের সাথে ভারতীয় মাদকজাতীয় সিরাপ উইন সেরেক্স পাচারকালে বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় ৯২ বোতল উইন সেরেক্স, ১৩০ কেজি খেজুরের গুড় ও ৫টি প্লাস্টিকের ক্যারেট। আটক মুকুল মিয়া (৩৫) জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে।
বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন গয়েশপুর বিওপির একদল বিজিবি বুধবার (২৮শে জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৯/এমপি হতে আনুমানিক ৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার পেয়ারাতলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় মুকুল মিয়া নামের একজনকে আটক করে তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৯২ বোতল ভারতীয় উইন সেরেক্স সিরাপ, ১৩০ কেজি খেজুরের গুড় ও ৫টি প্লাস্টিকের ক্যারেট। অভিযানে নেতৃত্বে দেন হাবিলদার বিল্লাল হোসেন।
এ ঘটনায় জীবননগর থানায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

