৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
হারার ভয়ে মানুষ হ‘ত্যা ও আতঙ্ক সৃষ্টি করছে একটি দল : -শফিকুল ইসলাম মাসুদ একটা নতুন বাংলাদেশের অপেক্ষায় আছি : জামায়াত আমির বাবুগঞ্জ খানপুরা আলিম মাদ্রাসা বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ রুপাতলী জাগুয়া মাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গুড়ের সাথে উইন সেরেক্স পাচারকালে একজন আটক বরিশালে ১৯ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৬ লাখ টাকা জরিমানা ববি কর্মকর্তা সাইবার মামলায় সেলিনা বেগম কারাগারে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতের মূল লক্ষ্য: মাওলানা আবদুল জব্বার

গৌরনদীর নলচিড়া ইউনিয়নে ধানের শীষের সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও পথসভা

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

 

শামীম মীর গৌরনদী ।। ‎বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপনের  ধানের শীষ প্রতীকের  পক্ষে সমর্থন  বুধবার সকাল ১০টায় খৃষ্টান অধ্যুষিত এলাকা নলচিড়া ইউনিয়নে খৃষ্টান সম্প্রদায়ের কলাবাড়িয়া গীর্জায় খ্রিস্টান সম্প্রদায় বিশাল সমাবেশ করেছেন।

‎সমাবেশে জহির উদ্দিন স্বপন বলেন, খৃষ্টান অধ্যুষিত এলাকা নলচিড়া ইউনিয়নে খৃষ্টান সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমার। আপনি আপনাদের (সংখ্যালঘু) সম্প্রদায়ের  নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব গ্রহন করলাম। সংখ্যালঘু হিন্দু,-খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষ  জহির উদ্দিন স্বপনের ধানের শীষেল সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে  অভ্যর্থনা জানান।

‎এ ছাড়া ওইদিন সকাল সাড়ে ১১ টায় তিনি গৌরনদী উপজেলার পিংলাকাঠি বাজার, কৃতুবপুর বাজার, মৃধার হাট, গরঙ্গল ও ণলচিড়া বাজারে নির্বাচনী সভা করেন।  দুপুর ১২টায় তিনি কুতুবপুর  বাজারে জড়ো হওয়াসংখ্যালঘুসহ জনতার উদ্দেশ্যে বক্তব্য বলেন,গৌরনদী আগৈলঝাড়ার মানুষ ধানের শীষের পক্ষে জেগে উঠেছে। স্থানীয় সংখ্যালঘু জনতার জান মাল ও ইজ্জতের কোন ধরনের ক্ষতি হতে দেব না।

‎এ সময় তার সাথে ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম জহির , পৌর বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামীম খলিফা, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টু, প্রমূখ।

‎গণসংযোগ ও পথসভা গুলোতে বক্তৃতাকালে স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি বলেন,তারেক রহমান ছাড়া দেশে আর কোনো অভিভাবক নেই।দেশের মানুষের এখন একমাত্র ভরসার স্থল তারেক রহমান। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানালে এসে শৃঙ্খলা ফিরে আসবে।দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি দূর হবে।সংখ্যালঘু ভাই-বোনেরা নিরাপদে নির্ভয়ে জীবন যাপন করতে পারবে।এই আসন থেকে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠালে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে উচ্চস্বরে আপনাদের দাবিদাওয়া তুলে ধরতে পারবো।আপনারা যত বেশি ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন আমি তত উচ্চস্বরে জাতীয় সংসদে আপনাদের অধিকার আদায়ের দাবি জানাবো।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network