২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ-মানববন্ধন

আপডেট: অক্টোবর ২১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নগরীর সদর রোডে ও একই সময়ে ববি ক্যাম্পাসের সামনে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পরিবারের আয়োজনে ওই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়।

পৃথক কর্মসূচিতে বক্তারা প্রায় একই সুরে বলেন, ধর্মের নাম দিয়ে সুযোগসন্ধানীদের এমন তাণ্ডব মানবতাবিরোধী। দেশের সাম্প্রতিক ঘটনায় আমরা ব্যথিত এবং উদ্বিগ্ন। সাম্প্রদায়িকতার রেশ এখনই টানতে হবে। নতুবা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে।

এসময় বক্তারা মন্দির, বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন, নারী নেত্রী পুষ্প রানী চক্রবর্তী, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সংগঠক মারিফ বাপ্পি, ৭১ এর চেতনা বরিশালের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, বিআরইউ-এর যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ প্রমুখ।

বিআরইউ-এর সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

অন্যদিকে ববি ক্যাম্পাসের সামনে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network