২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে পাম্পে মাপে কম দেয়ায় ৬৫ হাজার টাকা জরিমানা

আপডেট: অক্টোবর ২১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে ২টি তেলের পাম্প কর্তৃপক্ষকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার দুপুরে বাজার তদারকিমূলক অভিযানে নথুল্লাবাদ এবং ঢাকা-বরিশাল মহাসড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন, অভিযান চলাকালীন নগরীর নথুল্লাবাদ এলাকার ইসরাইল তালুকদার পেট্রল পাম্পে ৫ লিটারে ২৫০ মিলি লিটার অকটেন কম প্রদান করায় প্রতিষ্ঠানটি থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া এয়ারপোর্ট থানা এলাকায় সারা ফিলিং স্টেশনে ৫ লিটারে ১৫০ মিলিলিটার অকটেন কম প্রদান করা হয়। এতে প্রতিষ্ঠানটি থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে সুরভী পেট্রল পাম্প, রাব্বি ফিলিং স্টেশন, ইউনিক ফিলিং স্টেশন এবং বরিশাল অটোস ফিলিং স্টেশন চারটিতে সঠিক পরিমাপে জ্বালানি তেল সরবরাহ করার প্রমাণ পাওয়া গেলে তাদের অভিনন্দন জানানো হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া।এ সময় ১০ এপিবিএন বরিশালের একটি টিম এবং ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা তাদের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network