১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

৬ ফুট ৮ ইঞ্চির জেমিসনের সামনে মুমিনুলের ছবি ভাইরাল

আপডেট: জানুয়ারি ৭, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ খেলাধুলা: উচ্চতার জন‍্য কাইল জেমিসনের চোখে চোখ রাখা বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের জন‍্যই কঠিন। সবচেয়ে কঠিন সম্ভবত মুমিনুল হকের জন্য।

হতাশায় কোমরে দুই হাত দিয়ে ক্রিজের পাশে দাঁড়িয়ে আছেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জেমিসন। সামনে বেশ আয়েশী ভঙ্গিতে তাকিয়ে তার বুক উচ্চতার মুমিনুল। এক হাত কোমড়ে, আরেক হাতে ব‍্যাট মাটিতে ছোঁয়ানো। ডান পা ঘুরিয়ে বাম পায়ের পাশে রেখে দাঁড়িয়ে মুখ তুলে চোখ রেখেছেন কিউই পেসারের দিকে।

সেদিকে অবশ‍্য ভ্রূক্ষেপ নেই জেমিসনের। হতাশায় তাকিয়ে আছেন তিনি দূরে কোথাও।

এই ছবি টুইট করে বাংলাদেশ দলের সাবেক কোচ হাথুরুসিংহে লেখেন- হেই মিনি (মমিনুল), সে কি তোমাকে উপেক্ষা করছে? আর করবে না…।

জেমিসন ও নিউজিল্যান্ডের অন্য তিন পেসারকে সামলেই প্রথম ইনিংসে দুর্দান্ত এক ইনিংস খেলেন মুমিনুল। ৬ ঘণ্টার বেশি উইকেটে কাটিয়ে ২৪৪ বল খেলে করেন ৮৮। দ্বিতীয় ইনিংসেও দলের জয়ের সময় বাংলাদেশ অধিনায়ক ছিলেন ক্রিজে।

এখানে জেমিসনের কথা বললেও, বাংলাদেশের কোচ থাকার সময় হাথুরুসিংহে নিজেই মুমিনুলকে উপেক্ষা করতেন বলে অভিযোগ ছিল সেই সময়। যাকে লংকা কোচ তার আদুরে নাম দিয়েছিলেন ‘মিনি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network