২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মাহবুবুর রহমান

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী  প্রতিনিধি:: চিরনিদ্রায় বাবার কবরের পাশে শায়িত হলেন পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। সোমবার (২৩ সেপ্টেম্বর) আছরের নামাজের পর কলাপাড়া উপজেলার বালিয়াতলী গ্রামের নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বাদ জোহর কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তার দ্বিতীয় জানাজা এবং রোববার (২২ সেপ্টেম্বর) এশার নামাজের পর ঢাকার ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা হয়। দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ তার তৃতীয় জানাজায় অংশ নেয়।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network