১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

চুয়াডাঙ্গায় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ একজন আটক

আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ডিবির অভিযানে ভারতীয় মদসহ আটক আসামি 

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৬ বোতল ভারতীয় মদসহ সেলিম গাজী (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলা শহরের শহিদ হাসান চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সেলিম গাজী চাঁদপুর সদর থানার বিষ্ণুপুর গ্রামের ফজলু হক গাজীর ছেলে।

শুক্রবার দুপুরে (২৭শে সেপ্টেম্বর ২০২৪) চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শহরের শহিদ হাসান চত্বর এলাকার পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর হতে সেলিম গাজী নামের একজনকে আটক করা হয়। এসময় তাঁর হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ২৬ বোতল ভারতীয় মদ।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network