আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৪
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনীর অভিযানে ২৮০ বোতল ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী চায়না খাতুন (৩৭) ও তাঁর জামাই রাজা মিয়া (২০) আটক হয়েছে। শনিবার (২৮শে সেপ্টেম্বর ২০২৪) দুপুরে দর্শনা পৌরশহরের মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক চায়না খাতুন দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার আরিফের স্ত্রী এবং রাজা মিয়া ঝিনাইদহের মহেশপুর থানার দত্তনগর ফার্ম এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
অভিযানসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে অধিদপ্তরের বিভাগীয় স্টাফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীরসহ সেনাবাহিনীর সদস্যরা শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা পৌরশহরের মোহাম্মদপুর এলাকার বাসস্ট্যান্ড পাড়ায় আরিফের ভাড়াবাসায় যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই বাসা থেকে ২৮০ বোতল ফেন্সিডিলসহ চায়না খাতুন ও রাজা মিয়াকে আটক করা হয়। তাঁরা সম্পর্কে জামাই-শাশুড়ি। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাহারা ইয়াসমিন বাদী হয়ে আটক আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।