আপডেট: অক্টোবর ২৭, ২০২৪
পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ী
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ হাফিজ (৩৫) নামের একজনকে আটক করেছেন। রবিবার (২৭শে অক্টোবর ২০২৪) সকাল ৬টার দিকে দর্শনা থানার আকন্দবাড়ীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাফিজ আকন্দবাড়ীয়া গ্রামের মাঝপাড়ার মিনহাজ উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই শামছুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার সকালে আকন্দবাড়ীয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আকন্দবাড়ীয়া বন্ধুতলা বটতলা বটগাছের নিচে পাকা রাস্তার উপর হতে হাফিজ নামের একজনকে আটক করা হয়। এসময় তাঁর হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৪০ বোতল ফেন্সিডিল।
জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। এ ঘটনায় আটক হাফিজের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।