আপডেট: নভেম্বর ২, ২০২৪
অনলাইন ডেস্ক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তি পরিবহন কাউন্টারের সামনে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।জাহাঙ্গীর আলম দীঘিনালার মেরুং ইউপির বেতছড়ি এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে।
শনিবার (২ নভেম্বর) সকালে মাটিরাঙ্গা বাজারে শান্তি পরিবহন কাউন্টারের সামনে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাভেলিং ব্যাগ ও একটি আপেলের কার্টুনের করে মাদক পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারের শান্তি কাউন্টারের সামনে মাটিরাঙ্গা থানার এসআই শুভ্র দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি টিম তল্লাশি চালিয়ে যাত্রী বেশে থাকা মাদক ব্যবসায়ীর কাছ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।