১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সজনী আটক

আপডেট: নভেম্বর ২১, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে এক হাজার ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সজনী খাতুন (৩৫) আটক হয়েছে। বৃহস্পতিবার (২১শে নভেম্বর ২০২৪) দুপুরে সদর উপজেলার বোয়ালমারী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সজনী খাতুন বোয়ালমারী গ্রামের তারেক আজিজ (ক্যাপ্টেন)-এর স্ত্রী।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার বোয়ালমারী গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এক হাজার ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সজনী খাতুনকে তাঁর নিজ বসতবাড়ি হতে আটক করা হয়।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে তারেক আজিজ (ক্যাপ্টেন)-কে পলাতক দেখিয়ে আটক সজনী খাতুনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network