১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

চুয়াডাঙ্গায় ১৮৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: নভেম্বর ২৭, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌথবাহিনীর অভিযানে ১৮৫ বোতল ফেন্সিডিলসহ ইকরামুল হাসান (৪২) নামের একজন আটক হয়েছেন। মঙ্গলবার (২৬শে নভেম্বর ২০২৪) রাতে উপজেলার পুরাতন বাস্তপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইকরামুল হাসান পুরাতন বাস্তপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় ১৮৫ বোতল ফেন্সিডিলসহ ইকরামুল হাসান নামের একজনকে তাঁর নিজ বসতবাড়ি হতে আটক করা হয়।

অভিযানকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় ১৪ জন স্টাফ এবং ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীরের নেতৃত্বে সেনাবাহিনীর ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আটক ইকরামুল হাসানের বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network