১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঝালকাঠিতে দুইদিন ব্যাপী তথ্য মেলা শুরু

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: তথ্য অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠিতে দুইদিন ব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ তথ্য মেলার আয়োজন করেছে।

এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসেন।সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তের সভাপতিত্বে টিআইবি ঝালকাঠির এরিয়া সমন্বয়কারী মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় সনাক সদস্য হেমায়েত হোসেন, নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, জনগণের তথ্যভিত্তিক ক্ষমতায়ন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে, তাই তথ্য অধিকার আইন বিষযে জনসচেতনতা তৈরি তথা তথ্য প্রবাহের গতিকে অবাধ করতে সবার প্রতি আহ্বান জানান। দু’দিনব্যাপী তথ্য মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৬টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network