আপডেট: জানুয়ারি ৪, ২০২৫
নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পৌরসভার ৭ নং ওয়ার্ডে গত কাল ৩ জানুয়ারি শুক্রবার দুপুর থেকে গৃহবধু তানিয়া বেগম স্বামী ইব্রাহিমের সাথে সংসার করার দাবিতে অনশন শুরু করেন।
দুই মাস আগে তালাক দেওয়া স্ত্রী ভাড়াটে লোকজন নিয়ে এসে ঘরের তালা ভেঙ্গে স্বামীর ঘরে অনশন করায় প্রতিবাদে স্বামী ইব্রাহিম ৪ জানুয়ারি, শনিবার বিকেল পাঁচটায় বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে ইব্রাহিম বলেন, দীর্ঘদিন থেকে স্ত্রী তানিয়া বেগমের সাথে পারিবারিক কলহ চলে আসছিল। আদালতের মাধ্যমে তার স্ত্রী তানিয়াকে গত ৫ই নভেম্বর তালাক দেন। তালাক দেওয়ার পরে তার বিরুদ্ধে স্ত্রী তানিয়া আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে তানিয়া তার বাবার বাড়িতে বসবাস করে আসছেন। তালাক দেওয়ার দুই মাস পরে গত কাল ৩ জানুয়ারি শুক্রবার দুপুর থেকে তানিয়া বেগম আমার সাথে সংসার করবেন বলে এই দাবিতে অনশন শুরু করেন। এ সময় ভারাটে লোকজন নিয়ে বাড়ির তালা ভেঙে তানিয়া ও তার আত্মীয়-স্বজনেরা ঘরের মধ্যে প্রবেশ করে। ঘর থেকে নগদ টাকা সহ মূল্যবান আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। তালাক দেওয়া স্ত্রীর এমন কর্মকান্ডে আমি আমার বাড়ি ঘরে প্রবেশ করতে পারছি না। তালাক দেয়া স্ত্রীর আত্মীয়-স্বজনেরা একের পরে হুমকি দিয়ে আসছে। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন পরিস্থিতি আমি ঠিকমত ব্যবসা প্রতিষ্ঠান ও পরিচালনা করতে পারছি না। এ বিষয়ে আমি গতকাল শুক্রবার ৩ জানুয়ারি বাকেরগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। ঘটনা স্থানে পুলিশ গেলেও তানিয়া ও তার পরিবারের লোকজন এখনো আমার বাড়িতে অবস্থান করেছে। থানা পুলিশ অভিযোগটি যাহাতে এজাহার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানায় ইব্রাহিম।