১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

‘ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পরিবর্তনকে ধরে রাখতে হবে’

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ১৬ বছরের চরম জুলুম নির্যাতনের পরে ছাত্র-জনতার নজিরবিহীন ত্যাগের বিনিময়ে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন এসেছে, এই পরিবর্তনকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে ছাত্র-জনতার এই ত্যাগকে বিফলে যেতে দেওয়া যাবে না।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসার হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আয়োজিত অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, বর্তমান সময়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘরে ঘরে দ্বীনের দাওয়াত বরিশালের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের মাঝে দাওয়াত পৌঁছাতে হবে। শিক্ষিত-অশিক্ষিত, মুসলিম-অমুসলিম সব মানুষ আমাদের দাওয়াতের দাবিদার। ইসলামি হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র তৈরি হলে প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের যে অভূতপূর্ব উন্নতি হবে সেটা তাদের বুঝাতে হবে।

মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।

প্রোগ্রামে দারসুল কুরআন পেশ করেন মহানগরীর সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা হাসান আতিক।এদিন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, আব্দুস সাত্তার, মাওলানা শহিদুল ইসলাম, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মুহাম্মদ জাফর ইকবাল, শামীম কবির, মহানগর শুরা সদস্য মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসাইন, অধ্যাপক সুলতানুল আরেফিন, মোয়াজ্জেম হোসেন হাওলাদার, মাওলানা সোহরাব হোসাইন, অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network