আপডেট: February 8, 2025
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মা নামের একটি ফিশিং ট্রলারে জলদস্যুদের হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পায়রা বন্দর থেকে ৯০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।জলদস্যুদের গুলিতে আহত জেলেরা হলেন- জালাল শরীফ (৫৫), মো. শাহআলম (৪৫) ও মিজানুর রহমান (২৫)। আহত জেলেদের বাড়ি মহিপুর থানায়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আহতদের উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। বাকি দুজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ ৩
এফবি মা ট্রলারের মাঝি সরোয়ার হোসেন বলেন, ১৩ জেলে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে যাই। বৃহস্পতিবার রাতে তীরে ফেরার পথে পায়রা বন্দর এলাকায় পৌঁছলে একদল জলদস্যু ট্রলারে বন্দুক দিয়ে গুলি চালায়। তাদের গুলিতে ট্রলারে থাকা তিন জেলে গুলিবিদ্ধ হন। এ সময় বাকি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা প্রায় তিন লাখ টাকা মূল্যের ইলিশ, ১২টি মোবাইল ফোন, জ্বালানি তেলসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। ফেরার সময় বাড়াবাড়ি করলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, এফবি মা নামের একটি ট্রলারে জলদস্যুদের ডাকাতির ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।