আপডেট: মার্চ ১৬, ২০২৫
ডিবির অভিযানে গাঁজাসহ আটক দুই যুবক
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। রবিবার (১৬ই মার্চ ২০২৫) দুপুরে উপজেলার সন্তোষপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক দুই যুবক হলেন- জীবননগর উপজেলার সিংনগর গ্রামের ফজলুর ছেলে রকিবুল ইসলাম ওরফে আকাশ (২২) এবং সন্তোষপুর গ্রামের পশ্চিমপাড়ার হাসেমের ছেলে সামাউল হক ওরফে বিপ্লব (২০)। রবিবার রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মুহিদ হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় সন্তোষপুর গ্রামের মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হান্নান চেয়ারম্যানের বাঁশবাগানের সামনে সন্তোষপুর-মানিকপুরগামী পাকা রাস্তার উপর হতে এক কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়।
আটক দুই যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।