আপডেট: মে ১৩, ২০২৫
গাঁজাসহ আটক রফিকুল ইসলাম
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ রফিকুল ইসলাম (৫০) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার বিকালে উপজেলার দেহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম দেহাটি গ্রামের দোসিমানা পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে। সোমবার রাতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সোমবার বিকালে জীবননগর উপজেলার দেহাটি গ্রামের দোসিমানা পাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে রফিকুল ইসলামকে তার নিজ বসত ঘর হতে এক কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।