১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ, মদ ও ফেন্সিডিল উদ্ধার

আপডেট: মে ১৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ, মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ই মে ২০২৫) বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মেদিনীপুর বিওপির বিজিবি সদস্যরা নায়েক সুমন চন্দ্র দেবনাথের নেতৃত্বে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের ঈদগাহ মাঠের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল।

একই দিন ভোর সাড়ে ৪টার দিকে উথলী বিওপির বিজিবি সদস্যরা হাবিলদার ফারুক হোসেনের নেতৃত্বে রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে ৪৬৮ পিস ভারতীয় ওষুধ ও ১৯ বোতল মদ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network