১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে ২ কেজি হেরোইন জব্দ

আপডেট: মে ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় অধিক মূল্যমানের ২.০৩২ কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি। বুধবার (১৪ই মে ২০২৫) সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার রাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের সময় নায়েক রফিকুল ইসলামের নেতৃত্বে মহেশপুর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল কোটচাঁদপুর রেলস্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ট্রেনটির ছ নং কোচের ৫ ও ৬ নং সিটের উপর ব্যাগ রাখার রেলিং হতে উদ্ধারকৃত একটি স্কুলব্যাগ তল্লাশি করে মধ্যে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয় ২.০৩২ কেজি হেরোইন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network