১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট: মে ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন
বাকেরগঞ্জ প্রতিনিধি::  বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মুশফিকুর রহমান শাওনের চাঁদার দাবিতে এক ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেছেন।বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী কামাল চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামে ২০২২ সালে তিনি ১৪ শতাংশ জমি সাবকবলা দলিলমূলে ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে তিনি গাছপালা রোপন করে ভোগদখল করছেন। তার জমি নিচু থাকায় সম্প্রতি তিনি ওই জমিতে ড্রেজার লাগিয়ে বালু ভরাটের কাজ শুরু করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ভান্ডারীকাঠী গ্রামের মালেক ফকিরের পুত্র উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মুশফিকুর রহমান শাওন তার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে বালু ভরাটের কাজ বন্ধ করে দেয়। এমনকি তার দাবিকৃত চাঁদার টাকা না পেলে ওই জমি বেদখল করবে বলেও হুমকি দেয় শাওন। চাঁদার টাকা না দেয়ায় বর্তমানে তার জমিতে বালু ভরাটের কাজ বন্ধ রয়েছে। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি এ বিষয়ে পুলিশের ডিআইজিসহ প্রশাসনের সুদৃষ্টি ও সহায়তা কামনা করেছেন।
অভিযুক্ত মুশফিকুর রহমান শাওন এ বিষয়ে বলেন, চাঁদা দাবির অভিযোগ সত্য নয়। ওই জমি তিনি বিক্রি করেছেন। জমি নিয়ে ঝামেলা থাকায় তিনি বালু ভরাটের কাজ বন্ধ করে দিয়েছেন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network