আপডেট: ডিসেম্বর ২, ২০২৫
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় সোহেল নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় পৌরসভার বেলগাছি গ্রামের খরার মাঠে তাকে জবাই করে হত্যা করা হয়। মঙ্গলবার সকালে মাঠে গলাকটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহত সোহেল (২৫) কৃষিকাজ করতেন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের বকচরপাড়ার আশরাফুল হকের ছেলে।
নিহতের বড় ভাই জুয়েল বলেন, বিকালের দিকে বাড়ি থেকে বের হয়ে মাঠে যায় সোহেল। আব্বা তাকে বাড়ি আসতে বললে সে ঘাস নিয়ে বাড়ি যাওয়ার কথা বলে। কিন্তু সারারাত সে আর বাড়িতে ফেরেনি। কয়েকদিন আগে পেয়ারা খাওয়া নিয়ে আমাদের গ্রামের জোয়ার্দ্দারপাড়ার ফারুক ও হারুনের সাথে সোহেলের বাগবিতণ্ডা হয়। ২-৩ দিন আগে তারা সোহেলের মাথায় কয়েকটি কোপও মারে। ধারণা করছি তারাই আমার ভাইকে হত্যা করেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি খালেদুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সোহেল নামের একজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করে সঠিক বিচার নিশ্চিত করা হবে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

