২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আমতলীতে ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ১৫ হাজার মানুষ

আপডেট: জুন ৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলীতে একটি আয়রন ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাতে আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামে হাজিবাড়ির সামনে নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে দুই ইউনিয়নের সাত গ্রামের ১৫ হাজার লোকের চলাচল বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ গাজীপুর নদীতে ব্রিজটি নির্মাণ করে। নির্মাণের ১২ বছরের মাথায় ব্রিজটির মাঝখানের অংশ ভেঙে নদীতে পড়ে গেছে। ব্রিজটি দিয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী, মধ্য সোনাখালী, উত্তর সোনাখালী, ইউনিয়ন পরিষদ, উত্তর গাজীপুর এবং কুকুয়া ইউনিয়নের কুকুয়া হাট এলাকার প্রায় ১৫ হাজার মানুষ উপজেলায় যাতায়াত করে।

উত্তর গাজীপুর গ্রামের বাসিন্দা শিক্ষক আবু সালেহ বলেন, ব্রিজটি ভেঙে পড়ায় দুই ইউনিয়নের সাতটি গ্রামের প্রায় ১৫ হাজার লোকের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

উপজেলা প্রকৌশলী মো. আল মামুন বলেন, আজ দুপুরে আয়রন ব্রিজটি ভেঙে যাওয়ার সংবাদ পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ভাঙা ব্রিজ এলাকা পরিদর্শন করে মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network