১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

গৌরনদীতে অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভূত

আপডেট: নভেম্বর ৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদীতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (৩ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, টিএন্ডটি মোড়ের ব্যবসায়ী জাকির হোসেনের পারটেক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পারটেক্সের দোকানসহ পার্স ব্যবসায়ী সাকিল হাওলাদার ও মুদি ব্যবসায়ী আবুল শরীফের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ব্যবসায়ীদের এক কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network