আপডেট: নভেম্বর ২৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার চারটি অবৈধ ভাটা থেকে চার লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি চারটি ইটভাটার কিলন ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করে ফেলা হয়েছে প্রচুর কাঁচা ইট।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। অভিযানে সেনাবাহিনী, বন্দর থানা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেছে।
জরিমানা দেওয়া চারটি অবৈধ ইটভাটা হলো- সদর উপজেলার কর্নকাঠি এলাকার মেসার্স টাটা ব্রিকস ও মেসার্স ফাইভ স্টার ব্রিকস, তালুকদার হাট এলাকার মেসার্স দোলা ব্রিকস এবং চরকাজিরহাট এলাকার মেসার্স আরএইচবি ব্রিকস।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, গত তিন দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলার ১২ অবৈধ ইটভাটার কিলন ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়। সাতটি ভাটা থেকে জরিমানা আদায় করা হয়েছে সাত লাখ টাকা।