২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

আম্পানের প্রভাবে বাঁধ ভাঙার সংবাদ এলেই ব্যবস্থা: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

আপডেট: মে ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ:: ঘূর্ণিঝড় আম্ফানে বাঁধ ভাঙনের যদি কোনো সংবাদ আসে তবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বুধবার সচিবালয়ে আম্ফান পরিস্থিতি নিয়ে আলাপের সময় তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙন ঝুঁকিপূর্ণ এলাকায় তাৎক্ষণিক খবরের জন্য সব ইউনিয়ন চেয়ারম্যানদের সঙ্গে মোবাইলে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। আম্ফানের ক্ষয়ক্ষতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সবাইকে মাঠে থেকে সর্বাত্মকভাবে কাজ নিশ্চিত করার জন্য বাপাউবো মহাপরিচালককে নির্দেশনা দেয়া হয়েছে।
দুর্যোগ প্রস্তুতির কথা তুলে ধরে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য উপকূলীয় জেলাগুলোতে সতর্কতা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ১৭ মে আগাম প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ঝড়ের গতিপ্রকৃতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network