২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

স্পেনের তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি, ৭ জনের মৃত্যু

আপডেট: জানুয়ারি ১৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: স্পেনের তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রিতে নেমেছে। এমন অত্যাধিক ঠান্ডায় হিমশিম খাচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।  ভয়াবহ এই ঠান্ডায় এ পর্যন্ত ৭ জন মারা গেছেন।

এই পরিস্থিতিতে বয়স্কদের বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। গত সোমবার রাতে স্পেনের মোলিনা ডি আরাগন এবং তেরুয়েল এলাকার তাপমাত্রা নেমে এসেছিল মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে যা স্পেনের ইতিহাসে ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। স্টর্ম ফিলোমেনা বরফে পরিণত হয়েছে আর এতে করে পরিবহন ব্যবস্থা ব্যহত হচ্ছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার মাদ্রিদের আঞ্চলিক হাসপাতালগুলোতে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ ভর্তি হয়েছেন। যারা বরফ দুর্ঘটনায় আহত হয়েছেন। এছাড়া এই পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। বরফ কেটে কেটে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। সূত্র: বিবিসি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network