২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১

আপডেট: জুন ৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক::পাকিস্তানে যাত্রীবাহী দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে ঠেকেছে। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ দুর্ঘটনায় আরো শতাধিক মানুষ আহত রয়েছে।

ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ভোরে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ধারকি শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

ঘোটকি জেলার এসএসপি উমর তোফায়েল বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। গত রাতে আরো ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে আগের ৪০ জনের সঙ্গে পরের ১১ জন যোগ হয়ে মৃতের সংখ্যা ৫১ জনে দাঁড়িয়েছে।

জানা গেছেম দুর্ঘটনায় মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। মিল্লাত এক্সপ্রেস ট্রেনের ধ্বংসাবশেষের ভেতরে এখননো ১৫ থেকে ২০ জন আটকে আছেন। সে ক্ষেত্রে মৃতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

সূত্র: ডন নিউজ, এবিসি নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network