৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে দুটি বসতঘর ভস্মীভূত

আপডেট: জানুয়ারি ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া অগ্নিকান্ডে দুটি বসত ঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভান্ডারিয়া উপজেলা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভান্ডারিয়া পৌর সভার ৪নং ওয়ার্ডের মধ্য ভান্ডারিয়া গ্রামের মৃত মজিদ সরদারের দুই ছেলে রিক্সা চালক মো. রুবেল সরদার ও ভ্যান চালক মৌজুল হক সরদারের ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে দুটি ঘরই সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকান্ডে তাদের প্রায় প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. পারভেজ আহম্মেদ জানান, বৈদ্যুতিক সট সার্টিকের কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে আমাদের ধারণা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network