৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত, আহত ১

আপডেট: জানুয়ারি ৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিলন হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩রা জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমুরিয়া-আন্দুলবাড়ীয়া সড়কের ডুমুরিয়া গ্রামের শেষপ্রান্তে চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন একই উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝেরপাড়ার আকবার আলীর ছেলে। তিনি পেশায় পাওয়ারটিলার চালক ছিলেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের বড়মসজিদপাড়ার মনোয়ার হোসেনের ছেলে স্বপন হোসেন (২৮)। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের বাড়িতে গিয়ে জানা যায়, মিলন ও স্বপন পাওনা টাকা আদায়ের জন্য শনিবার সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে আন্দুলবাড়ীয়া এলাকায় ইটভাটায় যায়। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সাথে ধাক্কা মেরে মিলন ঘটনাস্থলেই নিহত ও স্বপন আহত হয়।

দুর্ঘটনার বিষয়ে সেনেরহুদা গ্রামের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আরমান আলী বলেন, খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের লাশ ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। রবিবার সকাল ১০টার সময় সেনেরহুদা ঈদগাহে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network