২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে বন্ধ ইলিশ ধরা

আপডেট: অক্টোবর ৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: প্রজনন নির্বিঘ্ন করতে ও মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে জাল ফেলা। নিষেধাজ্ঞা মেনে ইলিশ শিকারে বিরত থাকতে তীরে ভিড়েছে ফিশিং ট্রলারগুলো। এ বছর কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি নিষেধাজ্ঞায় সাগরে জাল ফেলা থেকে বিরত থাকবেন বরগুনার জেলেরা। তবে নিষেধাজ্ঞাকালীন নামমাত্র চাল বরাদ্দ না দিয়ে স্থায়ী পুনর্বাসনের দাবি তাদের।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞাকালীন ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় বন্ধ থাকবে। শুধু গভীর সমুদ্রেই নয়, বরগুনার প্রধান তিনটি নদীতেও সব ধরনের মাছ ধরার ওপরেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে এক থেকে দুই বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এই সময়ে ছাড়া কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।বরগুনার বিভিন্ন এলাকায় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত জালে তেমন একটা ইলিশ ধরা পড়েনি। মৌসুমের শেষ দিকে এসে কিছু ইলিশ মিললেও তা আকারে ছিল খুবই ছোট। এবার ইলিশের উৎপাদন নিয়ে হতাশ জেলেরা। যে পরিমাণ ইলিশ আহরণ করতে পেরেছে, তা দিয়ে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য। আরও কয়েকটা দিন ইলিশ শিকার করতে পারলে এই সঙ্কট কাটিয়ে ওঠা যেত বলে জানিয়েছেন তারা।জেলেরা জানান, গত বছর ১৪ অক্টোবর থেকে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই বছর সেটা ১০ দিন এগিয়ে ৪ অক্টোবর করা হয়েছে, যা পড়েছে মৌসুমের শেষ অমাবস্যার মধ্যে। ফলে নিষেধাজ্ঞা শেষে আর জেলেদের জালে তেমন মাছ পড়ার সম্ভাবনা নেই।

পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের জেলে আব্দুর রহমান বলেন, ‘ছয় ট্রলারে মোট যে ইলিশ পেয়েছি তাতে লাভের লাভ কিছু হয়নি। না নিজে লাভ করতে পারছি না, জেলেদের কিছু দিতে পারছি। আশা ছিল মৌসুমের শেষে কিছু ইলিশ পাওয়া যাবে। কিন্ত আগেই নিষেধাজ্ঞা জারি করায় সেই আশাও শেষ হয়েছে।’

স্থানীয় আরেক জেলে আবজাল হোসেন বলেন, ‌‘এই মৌসুমে আমাদের কপালে কিছুই জোটেনি। সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা সবাই সেটা মানি। আশা করি নিষেধাজ্ঞা শেষে ভালো মাছ পাওয়া যাবে।’

বরগুনা সদর উপজেলার পোটকাখালী এলাকার জেলে হারুন বলেন, ‘জেলেদের জন্য চাল বরাদ্ধ দেওয়া হয় শুনেছি। কিন্তু আমি কখনও পাইনি। কারা এই চাল পায় তা আমার জানা নেই।’

নিষেধাজ্ঞাকালীন নামমাত্র চাল বরাদ্দ না দিয়ে স্থায়ী পুনর্বাসনের দাবি জেলেদেরপাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের ইলিশ গবেষক বিপ্লব কুমার সরকার বলেন, আগামী ৬ অক্টোবর থেকে অমাবস্যা শুরু। অমাবস্যায় প্রচুর ডিমওয়ালা ইলিশ সাগর থেকে নদ-নদীতে ছুটে আসবে। তাই এই সময়কে সামনে রেখে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু করা না গেলে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ নদীতে ফেরার পথে মারা পড়তো। ইলিশের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই নিষেধাজ্ঞা গত বছরের চেয়ে ১০ দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। ৬-২০ অক্টোবর পূর্ণিমা ধরেই এই নিষেধাজ্ঞা সবচেয়ে বেশি কার্যকর হবে। এতে ইলিশ উৎপাদনও বৃদ্ধি পাবে।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সঙ্গে ৩৭ হাজার ৭৪ জেলে পরিবারের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি যে জেলে রয়েছেন, তাদেরকেও নিবন্ধনের আওতায় এনে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network