আপডেট: নভেম্বর ৩০, ২০২৪
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছেন। কাউখালী উপজেলা সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২ শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালের প্রাক্তন অধ্যাপক কেন্দ্রীয় বিএনপি নেতা ডাক্তার রফিকুল ইসলাম লাবু, পিরোজপুর সদর হাসপাতালের ডাক্তার সিকদার মাহমুদ ও ডাক্তার আকরাম হোসেন উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলা বিএনপি প্রতি মাসে ফ্রি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেন। এই উদ্যোগে এলাকার বিভিন্ন রোগের আক্রান্ত ব্যক্তিরা বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা পেয়ে উপকৃত হচ্ছে।