৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কলসকাঠিতে দোয়া মাহফিল

আপডেট: জানুয়ারি ৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা:: বরিশালের বাকেরগঞ্জ কলসকাঠী ইউনিয়ন বিএনপি অফিস কার্যালয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শোকস্মরণ সভায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব শওকত হোসেন হাওলাদার সাবেক সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাকেরগঞ্জ উপজেলা ও সাবেক কলসকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,আব্দুল মালেক সিকদার সাবেক জেলা বিএনপি’র সহ-সভাপতি,মোফাজ্জেল হোসেন সাবেক পৌর বিএনপি’র সদস্য সচিব,মোহাম্মদ আবুল বাশার বকুল সাবেক আহ্বায়ক কলসকাঠী ইউনিয়ন,মোঃ মনির হোসেন সাবেক যুবদলের সদস্য সচিব পৌর যুবদল, এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

রোজ রবিবার (০৪ জানুয়ারি) মাগরিবাদ অনুষ্ঠানের আয়োজন করে এইচ এম হাসান ইমাম খোকন বাকেরগঞ্জ উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল। মিলাদ শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়,মোনাজাতে তার রাজনৈতিক জীবনের অবদান এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তার বলিষ্ঠ নেতৃত্বের কথা স্মরণ করা হয়।দোয়া পরিচালনা শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network