৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভেজাল গুড় তৈরির কারখানা গুঁড়িয়ে দিল ভোক্তা অধিকার

আপডেট: জানুয়ারি ৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

মানিকগঞ্জ প্রতিনিধি:: মানিকগঞ্জে খেজুর গাছের রস ছাড়া ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানাসহ একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মোজমপাড়া গ্রামের ককেল প্রামাণিকের গুড়ের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, মোজমপাড়া গ্রামের ককেল প্রামাণিক তার কারখানায় খেজুর গাছের রস ছাড়াই ভেজাল গুড় তৈরি করে বাজারে বিক্রি করছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে ভোরে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায়, ককেল প্রামাণিক ও তার স্ত্রী পানি, চিনি ও বাইরে থেকে আনা ঝোলা ব্যবহার করে গুড় তৈরি করছেন। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ককেল প্রামাণিকের গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, খেজুর গাছের রস ছাড়াই পানি, চিনি ও ঝোলা ব্যবহার করে গুড় তৈরি করা হচ্ছিল। এ কারণে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় ভেজাল গুড় তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network