আপডেট: জানুয়ারি ৭, ২০২৬
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুই হাজার ৩০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা উদ্ধার করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (৭ই জানুয়ারি) বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাধবখালী বিওপির একদল বিজিবি সুবেদার আবু বক্কর সিদ্দিকের নেৃতত্বে বুধবার সকাল ৬টার দিকে সীমান্ত পিলার ৭১/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের একটি ঘাসক্ষেতের ভেতর অভিযান পরিচালনা করে। এসময় আসামিবিহীন ৯৬০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া একই ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৭৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার রাজাপুর গ্রামের একটি আমবাগানের ভেতর হতে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে এক হাজার ৭০ পিস ভায়াগ্রা ট্যাবলেট। বুধবার সকাল পৌনে ৯টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সুবেদার ভূঁইয়া ইকবাল হোসেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

