আপডেট: জানুয়ারি ৫, ২০২৬
আশরাফুজ্জামান সরকার :: গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ জানুয়ারী) বিকেলে পলাশবাড়ী পৌর শহরের চারমাথা মোড়ে (রুবেল মার্কেট) নিজস্ব কার্যালয়ে বাদ মাগরিব এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলাশবাড়ীতেও ব্যাক্তিগত উদ্যোগে আয়োজন করে ফরিদুল হক রুবেল।
এর আগে গাইবান্ধা জেলা বিএনপির সদস্য আয়নাল হক মাষ্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার, বিএনপি নেতা ময়েন মেম্বার, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফিরোজ কবির, আশরাফুল আলম শাহীন, কাজল মাহমুদ, খাজা মিয়া, কৃষকদল নেতা শফিকুল ইসলাম ছকু, নজরুল ইসলাম, আলম মিয়া, আজাদুল ইসলাম প্রমুখ।মিলাদ মাহফিল শেষে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের কয়েকশত কর্মী সমার্থক অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোস্তাফিজার রহমান রাজা।শেষে অংশগ্রহণকারী এবং জনসাধারণের মাঝে তবারক বিতরণ করেন জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফরিদুল হক রুবেল।

