৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

চুয়াডাঙ্গায় ড্রাম ট্রাক ও আলমসাধুর সংঘর্ষ, নিহত ১

আপডেট: জানুয়ারি ৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১০ চাকার ড্রাম ট্রাক ও মাছভর্তি আলমসাধুর সংঘর্ষে মোহাম্মদ আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আলমসাধু চালক জহুরুল হক ওরফে ফকির। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে আলমডাঙ্গা উপজেলার মাধবীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের শামসুল হক ফরাজির ছেলে। তিনি মাছ ধরার কাজ করতেন। আহত জহুরুল হক একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ এলাকা থেকে মাছ ধরে আলমসাধুতে নিয়ে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। পথিমধ্যে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মাধবীতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুতগতির ১০ চাকার একটি ড্রাম ট্রাক আলমসাধুটিকে ধাক্কা মারে।

এসময় আলমসাধু থেকে সড়কের উপর ছিটকে পড়লে মোহাম্মদ আলীর শরীরের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুমড়েমুচড়ে রাস্তার পাশে উল্টে যায় আলমসাধুটি।

স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। এসময় বেশ কয়েকটি ড্রাম ট্রাক আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে শনাক্ত ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network