২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

করোনায় চট্টগ্রামে থানা আ’লীগ সম্পাদকের মৃত্যু

আপডেট: মে ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম মাজহারুল ইসলাম চৌধুরী।তিনি চট্টগ্রামের সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।পাশাপাশি তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর। তার নিকটাত্মীয় ফরহাদ উদ্দিন আহমেদ বাবু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুর সময় মাজহারের বয়স হয়েছিল ৬৮ বছর।
মাজহারুল ইসলাম নগরীর পূর্ব মাদারবাড়ি মালুম বাড়ি এলাকার বাসিন্দা। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
ফরহাদ উদ্দিন আহমেদ জানান, প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন মাজহারুল ইসলাম। ৬ দিন আগে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে তার করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে।
সেখানে অবস্থার অবনতি হলে সকালে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। এরপর রাতে তিনি মারা যান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network