৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

যেসব দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদ

আপডেট: মে ২, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রোববার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় সৌদি সুপ্রিম কোর্ট।

গত দুবছর করোনার কঠোর বিধি মেনে ঈদ পালন করলেও এবার সেই বাধ্যবাধকতা নেই সৌদি আরবে। তাই স্বাচ্ছন্দ্যেই ঈদ উদযাপন করছেন দেশটির সাধারণ মানুষ। বিশ্বের অন্যতম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়াতেও হচ্ছে ঈদ। আগের মতো কঠোর বিধি না থাকায় এবছর স্বতস্ফূর্তভাবে জামায়াতে অংশ নিয়েছেন মুসল্লিরা।

এছাড়া কাতার, কুয়েত, তুরস্ক, বাহরাইন, ফিলিস্তিন, লেবানন, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মানুষ উদযাপন করছে ঈদ। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ফ্রান্সেও চলছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন।

এদিকে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে ঈদ হবে কাল। রোববার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের কয়েকটি জেলায় ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network