২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

যা বলছে বিশ্ব গণমাধ্যম নির্বাসন শেষে দেশে ফিরলেন তারেক রহমান

আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি যখন রানওয়ে স্পর্শ করে, তখন ৬ হাজার ৩১৪ দিনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে।

তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই খবর প্রচার করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে তারেক রহমানকে ‘বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা’ হিসেবে উল্লেখ করে লিখেছে, ১৭ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে তিনি দেশে ফিরেছেন।

কাতারভিত্তিক এই সংবাদমাধ্যম শিরোনাম করেছে, “১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিরোধীদলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন।”মালয়েশিয়ার এই সংবাদমাধ্যম তাকে ‘প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদার’ হিসেবে আখ্যায়িত করে খবরটি প্রচার করেছে।

পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও তার এই প্রত্যাবর্তনের নানামুখী বিশ্লেষণ চলছে। দ্য উইক ও ইন্ডিয়া টুডে তাদের বিশ্লেষণে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ভারতের জন্য ইতিবাচক হিসেবে ইঙ্গিত করে শিরোনাম করেছে “তারেক রহমানের ফেরা কি ভারতের জন্য ভালো খবর?”এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো ঢাকা শহর উৎসবে রূপ নিয়েছে। বিশেষ করে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তার রাজকীয় সংবর্ধনার জন্য একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে।

ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও স্লোগানে এলাকাটি মুখরিত করে তুলেছেন। বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত দীর্ঘ সড়কের দুই পাশে মানুষের উপচে পড়া ভিড় যেন এক জনসমুদ্রে পরিণত হয়েছে।দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। তারেক রহমান আজই সংবর্ধনাস্থলে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network